- খেলাধুলা ডেস্ক
সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে জোড়া গোল করে সান্তোসকে জেতানোর পর ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফের উদ্দেশে নেইমার যেন সরাসরি এক বার্তা পাঠালেন। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত ঘোষণা করে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’

নেইমারের এই আত্মবিশ্বাসী বার্তার পেছনে ছিল দুর্দান্ত এক পারফরম্যান্স। ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩-১ গোলের জয়ে দুটি গোলই আসে তার পা থেকে। প্রায় ৩৮ হাজার দর্শকের সামনে ৩৭ মিনিটে প্রথম গোলটি করেন নেইমার। এর ঠিক তিন মিনিট পর, অর্থাৎ ৪০ মিনিটে, আর্জেন্টাইন উইঙ্গার আলভারো ব্যারেয়ালের গোলে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। বিরতির পর ৮০ মিনিটে লুকা মেইরিলেসের আদায় করা পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নেইমার।
এই ম্যাচে নেইমারের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন গ্যালারিতে উপস্থিত ব্রাজিল জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়তানো এবং কোচিং স্টাফের সদস্য ক্রিস্টিয়ানো নুনেস। তাদের সামনেই নেইমার কেবল গোল করেননি, পুরো ম্যাচে একাধিক সুযোগও তৈরি করেন। গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে দীর্ঘ ১২ মাস মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। চোট কাটিয়ে ফেরার পর এটিই ছিল সান্তোসের জার্সিতে তার প্রথম জোড়া গোল।
তবে দুর্দান্ত এই পারফরম্যান্সের আগে মাঠে এক আবেগঘন দৃশ্যের জন্ম দেন নেইমার। গা গরম করার সময় গ্যালারিতে থাকা স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, কন্যা মাভি ও পরিবারের কাছে ছুটে যান তিনি। মেয়ের গালে চুমু খেয়ে মাঠে ফিরে আসেন, যা তার গোল উদযাপনের মুহূর্তগুলোর মতোই স্মরণীয় হয়ে ছিল।
আগামী ৫ সেপ্টেম্বর চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। যদিও কার্লো আনচেলত্তির দল আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তবু নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে আগ্রহের কমতি নেই। গত জুনে আনচেলত্তি তাকে বিশ্রামে রেখেছিলেন পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য। এখন সান্তোসের হয়ে ফর্মে ফেরার পর সেপ্টেম্বরে ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারকে আবার দেখা যাবে কি না, সেই উত্তরই খুঁজছেন ফুটবলপ্রেমীরা।
এই জয়ে ১৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস। ক্লাবে ফেরার পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে নেইমারের গোলসংখ্যা ৬।