
মাইলস্টোন ট্র্যাজেডির বিষন্নতা বুকে নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। খুব করে চাওয়া ছিল শোকাগ্রস্ত দেশটায় একটুখানি আনন্দের উপলক্ষ এনে দেয়া। সেই কাজটা খুব ভালো করেই করল টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে আট রানের জয় পায় স্বাগতিকেরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা।
এই জয়ে ফুরায় ১৯ বছরের অপেক্ষা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। ইতিহাসে মাত্র তৃতীয়বার টানা একাধিক টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
এই ম্যাচটা যে বাংলাদেশ দল উত্তরায় আগুনে ঝলসে যাওয়া সেই হতাহতদের জন্য খেলবে, তা জানা গিয়েছিল আগেই। ম্যাচের আগে টিভি পর্দায় ভাসে সেই ট্র্যাজেডির ভয়াবহতা। মাঠে ছিল না এইদিন সংগীতের ব্যবস্থা।
এরপর দু’ দলই খেলতে নামে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে। মাঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন লিটন-সালমান আগারা। গ্যালারিতেও ব্যানারে-ফেস্টুনে সমর্থকদের হাতে ছিল শোকের বার্তা।
এরপর ম্যাচ জিতেও সেই হতাহতদের স্মরণ করল লিটন-শরিফুলরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজ জয় তাদের উৎসর্গ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
সিরিজ জয় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বলেন টাইগার অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় উৎসর্গ করেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
তিনি বলেন, ‘সোমবার (২১ জুলাই) বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই মানুষদের উদ্দেশে, যারা সোমবারের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।’
অধিনায়ক লিটন বলেন, ‘আমার দল খুব ভালো খেলেছে। আমরা পাওয়ারপ্লেতে ভালো খেলিনি, কয়েকটা উইকেট হারিয়েছি। তবে মেহেদী ও জাকের যেভাবে খেলেছে, সেটা দেখার মতো ছিল।’
‘আমরা জানতাম, ১৩০ রান ডিফেন্ড করা সম্ভব। আমাদের বোলাররা প্রথম ১০-১২ ওভার ভালো বোলিং করেছে। কিন্তু ১২ ওভারের পর আমরা নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। সেটাই আমাদের একটু ভুগিয়েছে।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর গিয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিশুসহ ৩১ জনের মারা গেছেন, এখনো অনেকেই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।