ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কোন ৪টি দল, যা বললেন আফ্রিদি

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৫ জুলাই ২০২৩, ১৫:০৪, আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১৫:১৯
শহিদ খান আফ্রিদি – ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর ভারতে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। জমজমাট এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। তারই ধারাবাহিকতায় আসন্ন বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কোন ৪টি দল- এ বিষয়ে মতামত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি।

শনিবার উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ জানায়, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাতকার দেন সাবেক এ অলরাউন্ডার। এ সময় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান কেমন পারফর্ম করবে- সে বিষয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি আগামী বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট দলের নামও উল্লেখ করেন।

আফ্রিদি জানান, তার ধারণা অনুযায়ী ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে, যথাক্রমে- ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আর পাকিস্তানের ফাইনাল না খেলার কোনো কারণ দেখেন না ‘বুমবুম’ খ্যাত সাবেক এই স্টাইলিস ব্যাটার। তিনি বলেন, পাকিস্তানের একটি চমৎকার দল রয়েছে। এই দলের ফাইনাল পর্যন্ত না পৌঁছার কোনো কারণ নেই।

শহিদ আফ্রিদি আরো বলেন, আমার মনে হচ্ছে- দলে বেশি পরিবর্তন করার দরকার নেই। বোলিং, ব্যাটিং ও স্পিন বিভাগ ভালো পারফর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র : ডেইলি জংগ