দেশের সবচেয়ে বড় কাওরানবাজারে চলছে ভারতীয় পেয়াজ বর্জন। ব্যাবসায়ীরা তাদের আড়তে ভারতীয় পেয়াজ তুলছেন না।
ক্রেতারাও ভারতের পেয়াজ আর কিনছেনা। হাজার হাজার টন ভারতীয় পেয়াজ খালাসের অপেক্ষায় কিন্তু বাজার নেই। চাহিদাও নেই।
সবমিলিয়ে আমরা আমাদের একতা কিছুটা হলেও দেখাতে পেরেছি। ডেফ্রেস শুরু থেকে দেশীয় কৃষকদের পক্ষে ভারতীয় পেয়াজ বর্জনের ডাক দিয়ে আসছে। আমাদের ডেফ্রেস পরিবারের একজন ও যদি তাদের বাজারে পণ্য কেনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দেশি পণ্যকে প্রাধান্য দেয় তবে আমরা কৃতার্থ। কিন্তু আলহামদুলিল্লাহ যে সংখ্যাটা এখন সারা দেশেই।
আসুন আমাদের যেটুকু করার ক্ষমতা সেটুকুই করি। ভারতীয় পেয়াজ+ গরু বাদ, দেশী জিনিসেই বেশি স্বাদ।