অক্টোবরে অনুষ্ঠিতব্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলনে ৯০টি দেশ তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (বিআরএফ) আয়োজিত হবে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফোরামে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজসহ বেশ কয়েকজন বিদেশি নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের সময় চীন সফরের সূচি নির্ধারিত আছে। পুতিনের সহযোগী ইউরি উশাকভ সম্প্রতি এই তথ্য দিয়েছেন।
গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে উশাকভ বলেন, আমরা একটি আমন্ত্রণ পেয়েছি এবং চীনে যাওয়ার পরিকল্পনা করেছি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সিনহুয়া জানিয়েছে, ১৫০টিরও বেশি দেশ এবং ৩০ টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সাথে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার নথিতে স্বাক্ষর করেছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড কো-অপারেশন ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। এই সময়ে ৩,০০০ এর বেশি সহযোগিতা প্রকল্প স্থাপন করা হয়েছে এবং ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
বিশ্ব বাণিজ্য অবকাঠামো বাড়াতে প্রাচীন সিল্ক রোডকে পুনঃনির্মাণ করে করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে সমালোচকরা দেখেন চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ।