বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

  • আফফান উসামা
  •  ১৮ অক্টোবর ২০২২, ২১:৫৩
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা – ছবি : সংগৃহীত

বুধবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এবার দক্ষিণ আফ্রিকা। আইসিসি নির্ধারিত বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সুখানুভূতি আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ উভয় দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

বাজে সময়ের মাঝে দিয়ে যাওয়া বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাবার শেষ সুযোগ ম্যাচটি। টানা ব্যর্থতায় হাবুডুবু খাওয়া দলটার উঠে দাঁড়ানোর শেষ সুযোগও বলা যায় ম্যাচটিকে। সেরা কম্বিনেশন খুঁজে পেতে, একাদশ গুছিয়ে আনতে এই ম্যাচটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

ত্রিদেশীয় সিরিজে হারের পর হেরেছে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। গত ১৭ অক্টোবর এই মাঠেই আফগানদের বিপক্ষে হারে ৬২ রানে। তবে হারের থেকেও বড় দৃষ্টিকটু ছিলো দলের অসহায় আত্মসমর্পণ। কোনো বিভাগেই ভালো করতে পারেনি সেদিন।

বিপরীতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯৮ রানে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলার দিনে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছিল ৯ উইকেটের ব্যবধানে। ফলে ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ছিনিয়ে আনা যে সহজ হবে না, তা বলা যায় নিঃসন্দেহে।

এর আগে এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ। যেখানে জয় শূন্য টাইগাররা, দক্ষিণ আফ্রিকা বরাবরই জিতেছে। তবুও অনিশ্চয়তার খেলা ক্রিকেট ভিন্ন কিছু হতেই পারে। সেই অপেক্ষাতেই আগামীকাল অ্যালান বোর্ডার ফিল্ডে চোখ রাখবে লাল-সবুজের ক্রিকেট সমর্থকেরা।