bn.bdcrictime.com
2 March 2021
বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার মাঠের বাইরে কুকীর্তি করে সমালোচিত হয়েছিলেন, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে শাহাদাত হোসেন রাজিবের নাম। একসময়ের জাতীয় দলের এই পেসার গৃহকর্মীকে অমানুষিকভাবে পিটিয়ে জেলও খেটেছিলেন। তবুও এতটুকুও শুধরাননি। ২০১৯ সালে মাঠের ভেতর সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা পান তিনি।
সেই নিষেধাজ্ঞার পর ক্রিকেট থেকে শুধু ‘দূরে’ নন, ‘বহুদূরে’ শাহাদাত। তবে তার জীবনে নেমে এসেছে অমাবস্যার অন্ধকার। মা আক্রান্ত ক্যান্সারে, তা সারাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। খেলা নেই বলে উপার্জনও নেই। ক্রিকেটের পেছনে ছুটে অন্যদিকেও ক্যারিয়ার গড়া হয়নি।
Also Read – নিষিদ্ধ শাহাদাতকে মাঠ থেকে বের করে দিয়েছেন গামিনি
তবে শাহাদাতের যে ক্রিকেটে ফেরার পথ বন্ধ! কাতর কণ্ঠে অনুতপ্ত শাহাদাত এবার চাইছেন, বিসিবি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে অন্তত ঘরোয়া ক্রিকেট খেলে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবেন।
বিডিক্রিকটাইমকে শাহাদাত বলেন, ‘আমি সবার কাছে অনুতপ্ত। অনেকদিন ধরে আমি ক্রিকেটের বাইরে। সবচেয়ে বড় কথা- ক্রিকেট ছাড়া থাকা আমার জন্য অনেক কঠিন। ক্রিকেট আমার জীবনের রক্তের মত, আমার সবকিছু। আমি বিসিবির কাছে আবেদন করেছি আমাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য, সুযোগ দিলে আমার পরিবারের জন্য অনেক ভালো হবে।’
‘আমার খেলা অনেক দরকার, কারণ আমার আম্মুর ক্যান্সার। আম্মুর অবস্থা অনেক খারাপ। আমার দোষ থাকলে সবাই আমাকে মাফ করে দেবেন। বোর্ডের কাছে একটা সুযোগ চাই। আর কোনোদিন এমন কোনো কাজ করব না।’
বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত। খেলেছেন সীমিত ওভারেও। তার বিশ্বাস, মাঠে ফেরার সুযোগ পেলে আবার জাতীয় দলেও খেলবেন।
শাহাদাত বলেন, ‘বিসিবির কাছে আরেকবার অনুরোধ করছি, আমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় আমার জন্য অনেক উপকার হবে। আমি ক্রিকেট বোর্ডের কাছে আজীবন কৃতজ্ঞতা জানাব ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় অনেকদিন বাংলাদেশ দলে খেলেছি। আশা করি সুযোগ পেলে আরও খেলার চেষ্টা করব, বাংলাদেশ দলের জন্য দেশের জন্য কিছু করার চেষ্টা করব।’