প্রথম বিশ্বকাপে গিয়েই বাংলাদেশের সেমিফাইনাল বা ফাইনালে খেলার আশা বাড়াবাড়ি—বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলে দিয়েছেন আগেই। আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপটা তাই বলতে গেলে বাংলাদেশের জন্য অভিজ্ঞতা অর্জনের বড় একটা সুযোগ। তবে অর্থও কম থাকছে না। আজ আইসিসির ঘোষিত পুরস্কারের তালিকা বলছে, বিশ্বকাপ থেকে কোনো ম্যাচ না জিতে বাড়ি ফিরলেও বাংলাদেশের মেয়েদের দল পাবে ১৫ লাখের বেশি টাকা।
বাংলাদেশসহ অন্য সব দলের প্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে আইসিসির ঘোষণা। এবার মেয়েদের বিশ্বকাপে অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আইসিসি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের ফাইনালে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৩৪ লাখ ৯২ হাজার টাকা। ২০১৭ সালে সর্বশেষ বিশ্বকাপে লর্ডসে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড পুরস্কার হিসেবে পেয়েছিল ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৫ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকা। তবে এবারের চ্যাম্পিয়ন দল পাবে গতবারের চ্যাম্পিয়ন দলের প্রায় দ্বিগুণ অর্থ।
শুধু চ্যাম্পিয়ন দল নয়, মোট অর্থ পুরস্কারও এবার বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। নিউজিল্যান্ড বিশ্বকাপে মোট থাকছে প্রায় ৩০ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকার পুরস্কার। মেয়েদের বিশ্বকাপের অর্থ পুরস্কার ক্রমাগত বাড়ছেই। ২০১৩ বিশ্বকাপের তুলনায় ২০১৭ বিশ্বকাপে প্রায় ১০ গুণ বাড়ানো হয়েছিল পুরস্কারের অঙ্ক। ২০১৩ বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার ছিল প্রায় ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকা।
এবার বিশ্বকাপে রানার্সআপ দলই পাবে প্রায় ৫ কোটি ১৫ লাখ ৮৭ হাজার টাকা, যা গত আসরের রানার্সআপ ভারতের পাওয়া অর্থের চেয়ে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা বেশি। এ ছাড়া সেমিফাইনাল হারা দুটি দলের প্রতিটি পাবে প্রায় ২ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার টাকা করে। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৮ দলের টুর্নামেন্ট। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে সেমিফাইনালে। অবশ্য সেমিফাইনালে খেলতে না পারলেও খালি হাতে ফিরতে হবে না কাউকেই।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকে দেওয়া হবে মোট ৬০ লাখ ১৮ হাজার টাকার মতো অর্থ পুরস্কার। গতবার এ অঙ্কটা ছিল প্রায় ২৫ লাখ ৭৮ হাজার টাকা। এ ছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য মিলবে প্রায় ২১ লাখ ৪৯ হাজার টাকার পুরস্কার।
তবে ছেলেদের বিশ্বকাপের সঙ্গে মেয়েদের বিশ্বকাপের অর্থ পুরস্কারের ব্যবধান বেশ বড়ই। ২০১৯ সালে ছেলেদের ১০ দলের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছিল প্রায় ৩৪ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা, যেটি এবারের মেয়েদের বিশ্বকাপের মোট অর্থ পুরস্কারের চেয়েও বেশি। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ মার্চ। ডানেডিনে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২৭ মার্চ ওয়েলিংটনে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। এবার বিশ্বকাপ হচ্ছে ছয়টি ভেন্যুতে।