বিশ্বকাপে ফের দেখা যেতে পারে পাক-ভারত লড়াই কিন্তু কিভাবে?

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২৫ অক্টোবর ২০২২, ১৪:৫৩
বিশ্বকাপে ফের দেখা যেতে পারে পাক-ভারত লড়াই – ছবি : সংগৃহীত

এবারের টি-২০ বিশ্বকাপে এরই মধ্যে একবার পরস্পরের মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। উত্তেজনাকর ওই ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারায় ভারত। তবে এখনো ভারতের বিপক্ষে প্রতিশোধ নেয়ার সুযোগ আছে পাকিস্তানের সামনে। কারণ, বৈশ্বিক এই আসরে দু’দলের আরো একবার মুখোমুখি হওয়ার সম্ভবনা আছে।

বিশ্বকাপে এখন চলছে সুপার-১২ পর্বের খেলা। এরপর রয়েছে সেমিফাইনাল। সেখানে কোনোভাবেই একই গ্রুপে থাকা ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু দুই দলই যদি সেমিফাইনালে ওঠে এবং সেই ম্যাচ জেতে, তাহলে ফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে পারে। এরই মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মাটিতে আরো একবার রোহিতদের নামতে দেখা যেতে পারে বাবরদের বিরুদ্ধে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্বে দু’টি গ্রুপ। ভারত রয়েছে গ্রুপ বি-তে। দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে সেমিফাইনালে। একটি গ্রুপের সেরার সাথে খেলা হবে অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের। এর ফলে সেমিফাইনালে কোনোভাবেই মুখোমুখি হতে পারবে না ভারত এবং পাকিস্তান। সেমিফাইনালে উঠে যদি সেই ম্যাচে দুই দলই জিততে পারে তবে ফাইনালে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

ফাইনাল হবে মেলবোর্নেই। যে মাঠে ৯০ হাজারের বেশি দর্শক ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখেছেন। সেই মাঠেই আরো এক বার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। ১৩ নভেম্বর সেই ম্যাচ হবে কিনা তা নির্ভর করছে এবারের প্রতিযোগিতায় দুই দল কেমন খেলে, তার ওপর । মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ৬ নভেম্বর পর্যন্ত চলবে সুপার-১২ পর্বের খেলা। ৯ এবং ১০ নভেম্বর সেমিফাইনাল। তারপর বোঝা যাবে আদৌ আরো একবার ভারত-পাকিস্তানের লড়াই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে কিনা।