অনলাইন ডেস্ক
৯ আগস্ট ২০২৩, বুধবার,
বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা মেট্রোরেলের চলাচল বন্ধ ছিল। আজ সকাল সাড়ে ৯টার পর থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়। ত্রুটি সারানোর পর বেলা পৌনে ১২টার দিকে ফের মেট্রোরেল চলাচল শুরু হয়। এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস) ইফতেখার হোসেন। তিনি বলেন, ওভারহেড পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল। ওটা ট্রিপ করেছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এর আগে সোমবার নির্ধারিত সময় সকাল ৮টার বদলে ট্রেন ছাড়ে ৮টা ৪০ মিনিটে। তাতে ভোগান্তিতে পড়তে হয়েছে স্কুল-কলেজ ও অফিসগামীদের।