বিদেশি ঋণের তথ্য নিয়ে লুকোচুরি

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবিফাইল ছবিআগের অর্থবছরের চেয়ে ঋণের প্রতিশ্রুতি ও ছাড় কমেছে, তাই বিদেশি ঋণের তথ্য প্রকাশে লুকোচুরি করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। আগে নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করলেও জানুয়ারির পর ছয় মাস ধরে এ ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও পরিশোধের তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

এ বিষয়ে ইআরডির বিশ্বব্যাংক, এডিবি, ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস (ফাবা) অনুবিভাগের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কথা বলতেও রাজি হননি।

ইআরডি সূত্র জানিয়েছে, বিদায়ী অর্থবছরে বাংলাদেশ মাত্র ৮৮০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছিল, যা আগের অর্থবছরের চেয়ে ১৩৭ কোটি ডলার কম। অর্থ ছাড় হয়েছে সব মিলিয়ে ৯২৭ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৭০ কোটি ডলার কম।