বিজয়ের সেঞ্চুরিতেও পরাজয় রাজশাহীর

বিজয়ের সেঞ্চুরিতেও পরাজয় রাজশাহীর 

বড় রান তাড়ায় দারুণ এক সেঞ্চুরি করেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু জিততে পারেনি তার দল। ২১০ রান তাড়া করতে নেমে হেরেছেছ ৭ রানে।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে খুলনা টাইগার্স। ওপেনিং জুটিতে মেহেদী মিরাজ ও নাঈম শেখ ৪২ রান যোগ করেন। নাঈম ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন। দুটি করে চার ও ছক্কা মারেন বাঁ-হাতি এই ওপেনার। মিরাজ ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিনটি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন খুলনার অধিনায়ক।

দলটির হয়ে ফিফটি করেন মিডল অর্ডারে খেলা আফিফ হোসেন ও উইলিয়াম বসিস্টো। আফিফ ৪২ বলে ৫৬ রান করেন। তিনটি করে চার ও ছক্কা তোলেন তিনি। উইলিয়াম বসিস্টোর ব্যাট থেকে ৩৭ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস আসে। শেষে মাহিদুল ১২ বলে চারটি ছক্কার শটে ৩০ রান যোগ করেন।

জবাবে জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পায় রাজশাহী। হারিস রউফের সঙ্গে ৪৭ রান যোগ করেন জিসান। তিনি ১৫ বলে তিন ছক্কা ও দুই চারে ৩০ রান করেন। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে বিজয় ৫৭ বলে ১০০ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও পাঁচটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল রাজশাহীর। কিন্তু পেসার হাসান মাহমুদ তা নিতে দেননি। এনামুলের সঙ্গে জুটি গড়া রায়ান বার্ল রানের লক্ষ্যের সঙ্গে তাল রেখে রান তুলতে পারেননি। তিনি ১৬ বলে ২৫ রান করেন।

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here