‘বিএনপির নয়, দেশ ছাড়ছে আ’লীগের নেতা-স্বজন’

‘বিএনপির নয়, দেশ ছাড়ছে আ’লীগের নেতা-স্বজন’ 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয়, বিএনপি নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না। দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা।

বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেররা হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন।’

তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি আরও বলেন, শত নিপীড়নেও বিএনপি নেতাকর্মী রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

বিএনপি নেতা বরকত আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন।

সমকাল