বাবুবাজার ব্রিজের পাশে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ

 

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৩

ছবি: আমাদের সময়

রাজধানীর নয়াবাজারের যে স্থানে অবস্থান কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি, ঠিক সেই জায়গায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল সাতটা থেকে বাবুবাজার ব্রিজের পাশে ফুটপাতের সাইডে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, নয়াবাজার এলাকায় বাবুবাজার সেতুতে (দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু) ওঠার মুখে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছে।

এছাড়াও কোতোয়ালি থানা আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিছুক্ষণ পর সেখানে অবস্থান নেবেন বলে দলের নেতারা জানিয়েছেন।

সরেজমিন দেখা যায়, বাবুবাজার সেতুর গোড়ায় নবাব ইউসুফ মার্কেটের পশ্চিম পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থানের পাশাপাশি পুলিশের দুটি সাঁজোয়া যান রাখা আছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে নয়াবাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে।