- ২৪ ডেস্ক
বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে সোমবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আরও ১২৯.৫ মিলিয়ন ডলার কিনেছে। প্রতিটি ডলারের বিপরীতে নির্ধারিত হার ছিল ১২১ টাকা ৭৫ পয়সা।

এর আগে চলতি মাসের শুরুতে একই দরে ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়। জুলাই থেকে এ পর্যন্ত নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ১.৮৮ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই ১২১.৭৫ টাকা প্রতি ডলার হারটিই মূলত বাণিজ্যিক ব্যাংকের জন্য রেফারেন্স রেট হিসেবে কাজ করছে।
নীতি-গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, নিলামের মাধ্যমে ডলার কেনা এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখছে। এতে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি খাত উভয়ই লাভবান হচ্ছে।
তিনি আরও বলেন, ডলার বাজারে হঠাৎ ওঠানামা অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই স্থিতিশীল হার বজায় রাখা জরুরি। একই সঙ্গে আমদানিকারকরা যাতে সমস্যায় না পড়েন, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান জানান, মূলধনী যন্ত্রপাতি আমদানির চাহিদা কমে যাওয়ায় ডলারের সামগ্রিক চাহিদা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলার পরিমাণ গত অর্থবছরের তুলনায় প্রায় ২৫% কমেছে।
অন্যদিকে শক্তিশালী রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহের কারণে ব্যাংকগুলো জ্বালানিসহ বিভিন্ন আমদানি বিল পরিশোধ করতে পেরেছে। এখন আমদানি চাপ কমে যাওয়ায় বাজারে ডলারের যোগান বেড়ে গেছে, যা বিনিময় হারকে স্বস্তিতে রাখছে।