বাজারে গিয়ে দাম শুনেই মন খারাপ হচ্ছে

এই মুহূর্তে দেশের সবচেয়ে অস্বস্তির জায়গার নাম বাজার। কী গরিব, কী নিম্নবিত্ত, কী মধ্যবিত্ত—সবার কাছেই একটি দীর্ঘশ্বাসের নাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যে বাজারেই যাই, যে পণ্যের দিকেই তাকাই, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী এবং অসহনীয়। এটা ঠিক যে করোনা মহামারি এবং পরবর্তী সময়ে ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী সরবরাহশৃঙ্খলে বিঘ্ন ঘটেছে এবং মূল্যস্ফীতি অনেকটাই অনিবার্য হয়েছে।

এই বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় সাম্প্রতিক কালে সব দেশেই কমবেশি মূল্যস্ফীতি ঘটেছে। তবে গত ছয় মাসে বিশ্বের অনেক দেশেই মূল্যস্ফীতির হার কমেছে। শ্রীলঙ্কার মতো অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত দেশও মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। ব্যতিক্রম বাংলাদেশ—এখানে মূল্যস্ফীতি তো কমেইনি, উল্টো ক্রমাগত বাড়ছে। দেশে মূল্যস্ফীতি একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে। চাল, তেল, গ্যাস, ডাল, সবজির খুচরা দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মূল্য বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।