- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০২০
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত করা হয়েছে বলে খবর দিচ্ছে ইএসপিএন-ক্রিকইনফো। জুলাই-আগস্টে বাংলাদেশ দলের তিনটি টেস্টের এক সিরিজ খেলার কথা ছিল শ্রীলংকার বিরুদ্ধে।
ক্রিকইনফোর খবর অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তের কথা শ্রীলংকাকে জানিয়ে দিয়েছে। এজন্য তারা নিজেদের প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে। এর মানে হচ্ছে করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ এবং শ্রীলংকা, উভয় দলই আরো কিছুদিন মাঠের বাইরে থাকবে।
এ নিয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশ পঞ্চমবারের মতো কোন দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলা বাতিল করতে বাধ্য হলো করোনাভাইরাসের কারণে। এপ্রিলে করাচীতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট, মে মাসে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড সফর, আর নিজ দেশের মাটিতে জুনে অস্ট্রেলিয়া এবং আগস্ট-সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজও একই কারণে বাতিল করতে হয়েছিল। বিবিসি