বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশ ইংল্যান্ড অধিনায়ক

বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশ ইংল্যান্ড অধিনায়ক

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট। এটিকে লজ্জা বলেও অভিহিত করেছেন তিনি। তবে, পরিস্থিতি বিবেচনায় এটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন ইংলিশ দলপতি।

ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতনই বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ার অন্যতম কারণ। কারণ বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বিকল্প ভেন্যুর খোঁজ করছিল। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অনেক দেশের সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ায় ভেন্যু বদলের সিদ্ধান্ত নেয় আইসিসি।

লর্ডসে গতকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নাইট বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারছে না। এটি সত্যিই বাংলাদেশ দলের জন্য হতাশার ব্যাপার। তবে আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন হালকা ভিন্ন হবে। তবে অতটা না।’

হিদারের মতে, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না হলেও খুব বেশি সমস্যা হবে না। দুবাই ও শারজাহর পিচের সঙ্গে বাংলাদেশের মিল আছে বলে বলে করেন এই তারকা।

পিচ প্রসঙ্গে হিদার বলেন, ‘দুবাই ও শারজাহর সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের যথেষ্ট মিল আছে। বাংলাদেশ কিছুটা হলেও সুবিধা পাবে। যদিও, স্বাগতিক হওয়ার ব্যাপারই অন্যরকম। তা থেকে ওরা বঞ্চিত হলো।

samakal