- by খেলাধুলা প্রতিবেদক
চলমান যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের মোকাবেলা করবে ভারত। অ্যান্টিগার নর্থ স্ট্যান্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। করোনা এবং ইনজুরির কারণে আসন্ন ম্যাচটিতে দুজনকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।
পিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নিশান্ত সিন্ধু। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার ভাসু ভাটস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন ভাটস। মানব পরখ করোনা আক্রান্ত হওয়ায় স্কোয়াডে ঢুকেছিলেন এই ক্রিকেটার। এবার তার করোনা আক্রান্ত হওয়ার কারণে দলে নেওয়া হয়েছে ডানহাতি ব্যাটসম্যান আরাধ্য যাদবকে।
গ্রুপ পর্বের ম্যাচে উগান্ডাকে ৩২৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল ভারত। সেদিন নিয়মিত অধিনায়ক যশ ধুলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সিন্ধু। এবার একই কারণে ছিটকে গেলেন এই ক্রিকেটার। সিন্ধুর পরিবর্তে দলে ফেরানো হয়েছে ইয়াশকে। বাংলাদেশের বিপক্ষে একাদশে তার খেলার সম্ভাবনা প্রবল।