২৭৮ রান, ৫ উইকেট—প্রথম পোর্ট এলিজাবেথে প্রথম দিনটা অমন নাটকীয় নয়। তবে এ দিনও রেকর্ডের খাতায় হয়েছে অদল-বদল…
মিরাজ ওপেনিংয়ে
দ্বিতীয় ওভারেই আজ মেহেদী হাসানকে মিরাজকে বোলিংয়ে এনেছেন মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার মাটিতে অষ্টম বোলার হিসেবে বোলিং শুরু করলেন এই অফ স্পিনার। তবে ১৯৩৫ সালের পর এমন ঘটনা এটিই প্রথম। সর্বশেষ জোহানেসবার্গে করেছিলেন অস্ট্রেলিয়ার বিল ও’রাইলি।
পোর্ট এলিজাবেথের এ মাঠে অবশ্য ম্যাচের প্রথম ইনিংসে স্পিনারকে ওপেন করতে দেখা গেল ১৮৮৯ সালের পর প্রথমবার। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম টেস্টে বোলিং ওপেন করতে এসেছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জন ব্রিগস।
দেশের বাইরে বাংলাদেশের জন্যও এ ঘটনা নিয়মিত নয়। মিরাজের আগে শুধু সাকিব আল হাসানই ম্যাচের প্রথম ইনিংসে উদ্বোধনী বোলার হিসেবে এসেছিলেন একবার—২০১৮ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
মিরাজ এ নিয়ে চতুর্থবার প্রথম ইনিংসে বোলিং ওপেন করতে এলেন। সবচেয়ে বেশি—১১ বার এমন করেছেন ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার ববি পিল। সব মিলিয়ে ৩৩ ইনিংস বোলিং করেছিলেন পিল, এর মধ্যে ৩১ ইনিংসেই শুরুতে বোলিংয়ে এসেছিলেন তিনি।
চার জুটিতেই ৫০
দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেট জুটিই ছুঁয়েছে ৫০। বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দক্ষিণ আফ্রিকার যেটি প্রথম। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এর আগে এমন হয়েছে সাতবার, সর্বশেষ ২০১৭ সালে করেছিল নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেট জুটি ৫০ পার হলেও ১০০ পর্যন্ত যেতে পারেনি কোনোটি। বাংলাদেশের বিপক্ষে এমন ঘটনা এটিই প্রথম। সব মিলিয়েই এর আগে সাতবার হয়েছে এমন, যার সর্বশেষটি ২০১১ সালের—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়াংখেড়েতে ভারতের দ্বিতীয় ইনিংসে।
১
২০১৬ সালে ক্যারিয়ারের একমাত্র শতকটি করেছিলেন টেম্বা বাভুমা। আজ ১৯তম অর্ধশতক পেলেন, তবে আরেকটি শতক পাওয়া হলো না। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম শতক নিয়ে সবচেয়ে বেশি রানের (২৫৮২) তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি। ছাড়িয়ে গেলেন ট্রেভর গোড্ডার্ডকে, ১টি শতক নিয়ে যিনি করেছেন ২৫১৬ রান।
সবচেয়ে কম শতক নিয়ে সবচেয়ে বেশি রানের তালিকায় বাভুমার ওপরে আছেন তিনজন—স্টুয়ার্ট ব্রড, শেন ওয়ার্ন ও চামিন্দা ভাস। ব্রড ও ভাসের একটি করে শতক আছে, ওয়ার্নের নেই।
৩৬
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে এটিই প্রথম টেস্ট বাংলাদেশের। দেশের বাইরে ৩৬তম ভেন্যুতে টেস্ট খেলছে বাংলাদেশ, সব মিলিয়ে ৪৪তম।
এ বছর তিনটি ‘নতুন’ ভেন্যুতে টেস্ট খেলল বাংলাদেশ—মাউন্ট মঙ্গানুইয়ের পর কিংসমিড ও সেন্ট জর্জেস পার্ক।