বাংলাদেশের আন্দোলনকে গোটা পৃথিবী সমর্থন করছে: ফখরুল

 আমার দেশ
৩০ জুন ২০২৩whatsapp sharing button
ঠাকুরগাঁওয়ে নিজ বাসভনে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভনে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭০-৭১ সালে যেমন গোটা পৃথিবী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেছিল, ঠিক একইভাবে বর্তমানে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকারের জন্য যে আন্দোলন করছে, গোটা পৃথিবী এ আন্দোলনকে সমর্থন করছে।

শুক্রবার (৩০শে জুন) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আন্দোলন সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দোলনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, `আন্দোলন কোন ছক কাটা বিষয় নয়। এটা জনগণের একটা বিষয়।‘

‘আন্দোলন জনগণের সম্পৃক্ততার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে সামগ্রিকভাবে সে আন্দোলন দানা বাঁধে। ইতোমধ্যে এ সরকারের অপকর্ম, দুঃশাসন ও দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এ সরকারকে তারা আর দেখতে চায়না। এখন সমস্যা হচ্ছে, এ সরকার দেশে রাজনৈতিক সংকট করে রেখেছে। নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটা ছিল তারা নিজেরাই সেটা বাতিল করেছে। আন্দোলন অনেকটা সামুদ্রিক ঢেউয়ের মতো, কিছু ধাপ আছে, ধাপে ধাপে এটা কখনো উঠে আবার নামে।’

মির্জা ফখরুল বলেন, ‘আগে সবসময় বলা হতো, আমরা ভায়োলেন্স করি। কিন্ত গত কয়েকবছর ধরে আমরা প্রমাণ করেছি বিএনপি কোনো ভায়োলেন্স করেনা। সরকারি দলের লোকেরা বা তাদের এজেন্সিগুলো ভায়োলেন্স করে বিএনপির ওপর দোষ চাপায়। কিন্তু এবার আর কোনো দোষ চাপানোর সুযোগ তারা পায়নি। জনগণের শতস্ফুর্ত অংশগ্রহণের মধ্যে প্রমাণিত হয়েছে বিএনপি একটি জনগণের দল।’

তিনি বলেন, ‘বিএনপি যে আন্দোলন করছে, এ আন্দোলন বিএনপি তো বিএনপির জন্য করছে না। এ আন্দোলন করা হচ্ছে মৌলিক কতগুলো বিষয়ে। প্রথমত, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া। দ্বিতীয়ত, সাংবিধানিক অধিকার অক্ষুন্ন রাখা। গণতান্ত্রিক যে অধিকার আছে, সাংবাদিকদের লেখার স্বাধীনতা, এ স্বাধীনতাকে নিশ্চিৎ করা। তৃতীয়ত, জবাবদিহিতা নিশ্চিৎ করা। যে পার্লামেন্ট হবে সে পার্লামেন্টে জবাবদিহি করতে হবে সরকারে। এখন সে পার্লামেন্ট নাই। আমরা এমন একটি পার্লামেন্ট চাই যেখানে জবাবদিহি থাকবে। পঞ্চমত, সর্বজনস্বীকৃত সারকার যা হাসিনা সরকার থাকলে কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, ‘শুধু আমরা নই, সব রাজনৈতিক দল এবং গোটা বিশ্ব বলছে, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সে কারণে আন্দোলন চলছে। জনগণের সম্পৃক্ততা বাড়ছে। আন্দোলন তীব্র হচ্ছে বলেই তো গোটা বিশ্ব বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে।’

নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব এক কথায় বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।