বাংলাদেশকে কাঁপানো পাকিস্তানি ক্রিকেটারকে এবার বাদ দিল পিসিবি

পাকিস্তানইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে এবার বাদ পড়লেন পাকিস্তানি পেসার খুররম শেহজাদ। ছবি: ক্রিকইনফোকদিন আগে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে কাঁপিয়ে দেন খুররম শেহজাদ। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেন বাংলাদেশের বিপক্ষেই। এক মাস না যেতেই পাকিস্তান যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে, তখন জায়গা হয়নি শেহজাদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ।  এই দলে শেহজাদের জায়গা না হওয়ার কারণ তাঁর পাঁজরের চোট। কারণ সবশেষ বাংলাদেশ সিরিজে এই চোটে পড়ার পর পুরোপুরি সেরে উঠতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বছর পর ফিরছেন নোমান আলী। তিনি সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুলাইয়ে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭০ রানে নেন ৭ উইকেট, যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পেস আক্রমণে থাকছেন শাহিন শাহ আফ্রিদি, আমির জামাল, নাসিম শাহ ও মীর হামজা। যেখানে সবশেষ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে এই চারজনই থাকলেও একাদশে কেবল হামজারই জায়গা হয়েছিল। জামাল অবশ্য পিঠের সমস্যায়ও ভুগছিলেন। পাকিস্তানের সবশেষ টেস্ট দল থেকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ আলী। ইংলিশদের বিপক্ষে টেস্ট দলে আর তেমন কোনো পরিবর্তন নেই। ব্যাটিং লাইনআপে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদরা থাকছেন।  সৌদ শাকিল দলটির সহ-অধিনায়ক।

স্পিন আক্রমণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে নোমানের সঙ্গে থাকছেন লেগ স্পিনার আবরার আহমেদ। সালমান আলী আগা, সাইম আইয়ুবও খন্ডকালীন স্পিনারের কাজটা করতে পারেন। মুলতান স্টেডিয়ামে ৭ অক্টোবর শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। এর আগে পাকিস্তান দল মুলতানে পৌঁছাবে ৩০ অক্টোবর। এখানেই প্রাক-সিরিজ অনুশীলন শুরু হবে ১ অক্টোবর।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের দল  
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আমির জামাল,  আবদুল্লাহ শফিক, বাবর আজম, আবরার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হুরায়রা, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মীর হামজা, সাইম আইয়ুব, নোমান আলী

Ajker Patrika

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here