বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২৩ জুন ২০২৪, ০৬:১৮
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া – ফাইল ছবি


সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে এখনো সম্ভাবনা ধরে রেখেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আজ রোববার অস্ট্রেলিয়াকে চমকে দিতে পারলে জমে উঠবে শেষ চারের লড়াই।

শেষ চারের লড়ইয়ে টিকে থাকতে মাঠে নেমে গেছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ পরাক্রমশালী অস্ট্রেলিয়া। সেন ভিনসেন্টে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবেলা করবে রশিদ খানরা।

ইতোমধ্যে হয়েছে টস৷ টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া৷ খেলা শুরু রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।

দুই পরিবর্তন এসেছে আফগানিস্তানের একাদশে। এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন হজরতুল্লাহ জাজাই। তার সাথী নাজিবুল্লাহ জাদরান। অজি একাদশে ফিরেছেন এস্টন আগার, নেই স্টার্ক।

অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, এস্টন আগার, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, এন খারুতি রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here