ব়্যাব নিয়ে ওঠা ‘অভিযোগ খতিয়ে দেখবে’ যুক্তরাষ্ট্র

EXKLUSIV! Bildmaterial für DW Investigativ-Team/Special zu Rapid Action Battalion (RAB) Bangladesch
৭ এপ্রিল ২০২৩  ডয়চে ভেলে

 

ব়্যাব নিয়ে ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে ‘থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সাথে খতিয়ে’ দেখবে যুক্তরাষ্ট্র৷ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-প্রধাম মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানিয়েছেন৷

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর শুরুর দিকে প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে ব়্যাবকে সহায়তা করলেও এক পর্যায়ে বিশেষ বাহিনীটির মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে ২০২১ সালে ব়্যাবসহ-এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র৷

সেসময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী অভিযানের সময় ব়্যাবের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ বিভিন্ন বেসরকারি সংস্থার বরাত দিয়ে বলা হয়, ২০০৯ সাল থেকে ছয় শতাধিক গুম, ২০১৮ সাল থেকে প্রায় ৬০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনে ব়্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে৷

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেদাবি করা হয়, যুক্তরাষ্ট্র  ব়্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা তথ্যভিত্তিক নয়৷

সম্প্রতি ডয়েচে ভেলে ও নেত্র নিউজের বিশেষ তথ্যচিত্রে বাংলাদেশের অভিজাত সন্ত্রাসবিরোধী বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যায় জড়ানোর অভিযোগ উঠে আসে৷ প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সাবেক কমান্ডার এই বাহিনীটির ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷

সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে নিয়ে কয়েক মাস ধরে ডয়চে ভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট অনুসন্ধান চালিয়েছে৷ 

ডয়চে ভেলের প্রতিবেদন সেনসিটিভ হলেও বাস্তবতা: মির্জা ফখরুল 

ব়্যাব নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি৷ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক সংবাদসম্মেলনে বলেন, ‘‘জার্মান মিডিয়া ডয়চে ভেলে সম্প্রতি র‌্যাবের ওপর একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে৷ এটা খুব সেনসেটিভ হওয়ার কারণে আমাদের দেশের বেশিরভাগ পত্রিকা কোনো নিউজ করেনি, কেউ বলেনও নাই৷ সেনসেটিভ হলেও এটা বাস্তবতা৷ ডয়চে ভেলে করেছে৷’’

তিনি বলেন, ‘‘এই ডকুমেন্টারি প্রমাণ করেছে যে, অনির্বাচিত সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজগুলো করছে৷ আপনারা দেখেছেন যে, কী ভয়ংকর৷ যদি এমন হয় যে, সরকারের সর্বোচ্চ মহল থেকে, শীর্ষ পর্যায় থেকে যদি নির্দেশ দিয়ে এসমস্ত কাজ করা হয় তাহলে এসব সংস্থাগুলো কী ভয়ংকরভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন করতে পারে তার প্রমাণ৷’’

সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ‘মানবাধিকার বিরোধী, সংবিধান বিরোধী’ এসব কাজ করছে- এমন দাবি করে বিএনপি মহাসচিব অবিলম্বে তা বন্ধের দাবি জানান বলেও বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়৷

র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

গত সোমবার, অর্থাৎ  ডয়চে ভেলের প্রতিবেদন প্রকাশের দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘‘র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে না৷ সংস্থাটি নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে৷’’

একই বিষয়ে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘‘কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে না, এ ব্যাপারে আমরা নিশ্চিত৷’’

আরআর/এসিবি (ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)