বছরে তৈরি হচ্ছে ৮ লাখ বেকার: সিপিডি

বছরে তৈরি হচ্ছে ৮ লাখ বেকার: সিপিডি

 

বছরে তৈরি হচ্ছে ৮ লাখ বেকার: সিপিডি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দীর্ঘ লাইন। বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য লাখ লাখ প্রার্থী প্রস্তুতি নেন। ছবি: সংগৃহীত

প্রতি বছর দুই লাখ মানুষ শ্রম বাজারে ঢুকছে। কিন্তু এর বিপরীতে এক লাখ ৩০ হাজার নতুন চাকরি তৈরি হচ্ছে। সে ক্ষেত্রে প্রতি বছর আট লাখ মানুষ নতুন করে বেকার হচ্ছে।

রবিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক এক সংলাপে এ তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংলাপের মূল প্রবন্ধে বলা হয়, গত ১০ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কর্মসংস্থান প্রবৃদ্ধি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধির সুবিধা সমানভাবে বিতরণ না হওয়ায় দেশে বৈষম্য চরম আকার ধারণ করেছে। সংলাপে আরো বলা হয়, সরকারের উচিৎ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি নজর দেওয়া।