বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্যঙ্গ করে পাউরুটি কেটে গ্রেফতার হলেন দুই মাদ্রাসা শিক্ষক

 


স্টাফ করেসপনডেন্ট চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৌরতলা দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে কেকের পরিবর্তে পাউরুটি কেটে। এ ঘটনাকে বঙ্গবন্ধুর প্রতি ব্যঙ্গাত্মক আক্রমণ বলে মনে করছেন এলাকাবাসী।

বুধবার সকালে জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই মাদ্রাসার সুপার আব্দুল সালাম (৫৫) ও সহকারী শিক্ষক গোলাম কবির কে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী জানান, এটা একটা ন্যাকারজনক ঘটনা। জন্মবার্ষিকী পালন করবে সেটা আলাদা বিষয় কিন্তু ব্যঙ্গাত্মক ভাবে পালন করতে কেউ পারে না। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান জানান, বৌরতলা দাখিল মাাসায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে কেকের পরিবর্তে পাউরুটি দিয়ে অনুষ্ঠান চালানো হচ্ছিলো। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। আজকের এই দিনটিকে তাচ্ছিল্য করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ দাস জানান, জাতির জনকের জন্মশতবার্ষিকীতে কেকের পরিবর্তে পাউরুটি কেটে জন্মবার্ষিকী পালন করেন। আবার সেই অনুষ্ঠানটি ব্যঙ্গাত্মকভাবে মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কবিরের মোবাইলের মাধ্যমে ফেসবুকে সরাসরি তা প্রচার করলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যা দেখে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে মাদ্রাসার সুপার আব্দুল সালাম ও সহকারী শিক্ষক গোলাম কবিরকে গ্রেপ্তার করা হয়।