ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ 

 চ্যানেল 24 ডেস্ক

২২ জুন ২০২৩

 

আবারও ৩০ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যা আগের দিন মঙ্গলবার ( ২০ জুন ) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে এক দশমিক ৫৩ বিলিয়ন ডলার এসেছে। গত বছরের একই সময়ে এক দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিলো।

আরও পড়ুন: # গ্রামীণফোন রিচার্জে ১ টাকার অফার নিয়ে এলো নগদ

               # হীরার ব্যাপক দরপতন, আরও কমার আভাস

               # বিশ্ববাজারে চিনির দাম আরও কমলো

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ বিক্রয় সাধারণত সরকারি এলসির অর্থ প্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়েছে।

মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) এক দশমিক এক বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে সরকার। এরপর গত ৮ মে রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ১০ মে এটি আবার বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ছিল।

আরও পড়ুন: # আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণেও বাড়লো সুদহার 

               # ফের মার্কিন ডলারের মান কমলো

               # আন্তর্জাতিক বাজারে ‘সর্বনিম্ন’ দরে স্বর্ণ

এন