প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিবেচনায় তাবিথ আউয়ালের সভাপতি হওয়াটা ছিল আনুষ্ঠানিক ঘোষণামাত্র। শনিবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য বাফুফে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ। তাঁর প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের সংগঠক এ এফ এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। দীর্ঘ ১৬ বছর ফেডারেশনের সভাপতি থাকা কাজী সালাউদ্দিনের চেয়ারে বসতে যাচ্ছেন তাবিথ আউয়াল। পরিবর্তিত পরিস্থিতির পর তরুণ সভাপতি পেল দেশের ফুটবল। ১৩৩ কাউন্সিলরের মধ্যে গতকাল ভোট দিয়েছেন ১২৮ জন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইমরুল হাসান। সহসভাপতি পদে সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মো. নাসের শাহরিয়ার জাহেদী। চার সহসভাপতির মধ্যে দ্বিতীয় হওয়া ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি পেয়েছেন ১০৮ ভোট। ৯০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের সাব্বির আহম্মেদ আরেফ। কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ৮৭ ভোট পেয়ে হয়েছেন চতুর্থ। পরাজিত দুই প্রার্থীর মধ্যে সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ৬৬ ও মো. শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ৪২ ভোট।
সভাপতি পদে হেভিওয়েট প্রার্থী না থাকায় বাফুফের এবারের নির্বাচনে উত্তাপটা সে রকম ছিল না। সহসভাপতি এবং সদস্যপদ নিয়েই সবার আকর্ষণ ছিল। তবে তরফদার মোহাম্মদ রুহুল আমিন এদিন আসেননি। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, হবিগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও মৌলভীবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর ভোট
দিতে আসেননি।
২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন তাবিথ। গত নির্বাচনে টাই হওয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে মহিউদ্দিন আহমেদ মহির কাছে হেরে যান তিনি। তবে এবার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পরই তাবিথের জয় নিয়ে কারোই কোনো সংশয় ছিল না। শনিবার নির্বাচনে জেতার পর তাবিথের নাম ধরে স্লোগান দিতে থাকেন তাঁর সমর্থকরা। রাত ৮টায় সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ও নির্বাচিত চার সহসভাপতিকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন এই নেতা। দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাবিথ, ‘আপনারা সবাই জানেন, প্রতিটি মুহূর্তে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, বিগত কমিটিকে, তারা যে অবদান রেখেছেন। তবে আজকে (শনিবার) থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করা শুরু করছি।’
samakal