‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী

logo

নয়া দিগন্ত অনলাইন
'ফিরোজা'র নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা
‘ফিরোজা’র নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা|নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

‘ফিরোজা’র সামনের সড়কটি আটকে দেয়া হয়েছে। কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার এম্বুলেন্স’ বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here