- খেলাধুলা ডেস্ক
- বার্সেলোনার বিপক্ষে আসন্ন কোপা দেল রে ফাইনাল বয়কট করার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিঙ্গিতো টিভি’র এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা স্প্যানিশ ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিচিয়াস জুনিয়র
শনিবার সেভিলের এস্তাদিও দে লা কার্তুহায় অনুষ্ঠিতব্য এই ফাইনালকে ঘিরে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরেই। মূল ঘটনার সূত্রপাত ঘটে ম্যাচ পরিচালনার জন্য নির্ধারিত রেফারি রিকার্ডো দে বুর্গোস বেঙ্গোয়েতসিয়া এবং ভিএআর কর্মকর্তা পাবলো গঞ্জালেস ফুয়ের্তেসের এক বিস্ফোরক সংবাদ সম্মেলনের পর। সেখানে তারা রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল, আরএমটিভি-তে প্রচারিত একটি ভিডিওর তীব্র সমালোচনা করেন, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
রেফারিদের এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানায়। ক্লাবের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে, বর্তমান রেফারিরা নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনা করতে পারবেন না। তবে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদের এই দাবিকে ‘অবাস্তব’ বা ‘অসম্ভব’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে, যা ‘লস ব্লাঙ্কোস’ শিবিরে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ ফাইনালের রেফারিদের ওপর ভরসা রাখতে পারছে না। একারণে তারা ম্যাচের আগের সব ধরনের আনুষ্ঠানিকতা – সংবাদ সম্মেলন, অনুশীলন বা দলীয় ফটোসেশন বর্জন করেছে।
স্প্যানিশ গণমাধ্যম সূত্রে খবর, ক্লাবটি এখন চূড়ান্তভাবে ফাইনাল ম্যাচ থেকেই সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা করছে। একইসঙ্গে, তাদের আইনি বিভাগ ম্যাচ কর্মকর্তাদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রস্তুত করছে বলেও জানা গেছে।
অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মনোযোগ আপাতত ম্যাচকে ঘিরেই কেন্দ্রীভূত। তবে রিয়াল মাদ্রিদের এমন অবস্থানে পুরো পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, তা নিয়ে ফুটবল মহলে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফাইনালের জন্য সেভিলের মাঠ প্রস্তুত এবং হাজার হাজার সমর্থক ইতোমধ্যে খেলা দেখার জন্য শহরে ভ্রমণ করেছেন। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের ম্যাচ বয়কটের মতো সিদ্ধান্ত স্প্যানিশ ফুটবলের জন্য বড় ধাক্কা হতে পারে এবং এর পরিণতি কী হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।