ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

logo

স্টাফ রিপোর্টার

(১ ঘন্টা আগে) ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার, ১২:৪৫ অপরাহ্ন

mzamin

whatsapp sharing button

দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ (সকল পদ স্থগিত)।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে দু’দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্ক আলোচনায় এসেছে। অবশ্যই সবার মধ্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে এবং পারিপার্শ্বিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে-অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনা হয়েছে।