রাজধানীর প্রেসক্লাব, সেগুনবাগিচা, শিল্পকলা, বিজয়নগর ও পুরানা পল্টনসহ আশপাশের এলাকাগুলোতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা তিনটায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই পুলিশ দলটির নেতা-কর্মীদের ওপর হামলা করে।
বিএনপি আজ বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল। তবে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর থেকেই বিএনপি নেতা কর্মীরা প্রেসক্লাব এলাকায় আসা শুরু করলে আইন-শৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এরপরেই পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ ছড়িয়েছে সেগুনবাগিচা, শিল্পকলা, বিজয়নগর, পুরানা পল্টনসহ আশপাশের এলাকাগুলোতে।
আজ দুপুর আড়াইটায় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা কর্মীরা মৎস্য ভবন মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শিল্পকলা একাডেমির দক্ষিণ-পূর্ব কোণে বিক্ষোভ করছেন। তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন। পুলিশ প্রেসক্লাবের দিক থেকে সেগুনবাগিচার দিকে যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়ে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
এ ছাড়া এই সংঘর্ষ চলাকালে পল্টনের আকাশে র্যাবের হেলিকপ্টার উড়ছিল। পুরো সেগুনবাগিচা এলাকায় টিয়ারশেলের ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময় প্রেসক্লাব, সেগুনবাগিচা, পল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে।
Source: Prothom Alo