- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২২, ২০:৫০
প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। রোববার ব্রিসবেনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। দ্যা গ্যাভায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
সুপার টুয়েলভ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা। এর আগে দু’টা করে ম্যাচ খেলেছে উভয় দল। দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার ৪ নাম্বারে। বিপরীতে পাকিস্তানের সাথে অকল্পনীয় জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাথে পরিত্যক্ত ম্যাচের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ে আছে তালিকার তিনে।
এদিকে এখন পর্যন্ত ১৪১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ১৯টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর বাংলাদেশের মোট জয়ের এক চতুর্থাংশই এসেছে তাদের বিপক্ষে। এখন পর্যন্ত ৪৮ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, যার ১২টি এসেছে এই জিম্বাবুয়ে বিপক্ষে।
জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ১৯ ম্যাচে ১২টিতে জয় বাংলাদেশের, ৭টি জয় জিম্বাবুয়ের। অবশ্য গত আগস্টে বাংলাদেশকে টি-টোয়ান্টি সিরিজে হারিয়েছে তারা। তবে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে মুখোমুখি হয়নি দুই দল। আগামীকালই প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।