প্রধান উপদেষ্টা: ‘ওরা আমাদের সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল’

24 Live Newspaper

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস

এই বিমান দুর্ঘটনাকে ‘অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব, সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজকে হতবাক। এরকম একটা ঘটনা ঘটতে পারে, আমরা কেউ কল্পনা করিনি। কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।’

আবেগঘন কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেন, ‘ওরা সবাই আমাদের সন্তান। ওরা চিরদিনের জন্য চলে গেছে। এই শোক প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টওয়ান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে কচি শিশুদের ওপরে পড়ল। আগুনে পুড়ে মারা গেল শিশুরা। মা-বাপদের আমরা কী জবাব দেবো? কী বলব তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।’

দুর্ঘটনার পরের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, ‘সারা জাতি বাকরুদ্ধ ও শোকাহত বললে খুব কম বলা হবে। এখনও লাশ আসছে হাসপাতালে। অনেকেই হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাবারা এখনও খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়? তাকে আর কোনোদিন চেনা যাবে কি না। যাদের লাশ দেখছি, তার মধ্যে আমার সন্তান আছে কি না। পৃথক করার তো কোনো উপায় নেই।’

এ সময় হাসপাতালে ভিড় না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ইউনূস বলেন, ‘সবাই হাসপাতালে ছুটে যাচ্ছে। আমরা সকলকে হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ করছি, কারণ এটি আহতদের জন্য ভালো হবে না। তাই সবাই দূর থেকে তাদের জন্য দোয়া করুন।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই এই ঘটনাটি তদন্ত করব। কিন্তু এই নিষ্পাপ শিশুগুলো আর কখনও ফিরে আসবে না।’

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা নিহত শিশুদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোকের দিনে আমরা সকলে একসঙ্গে তাদের স্মরণ করব। তাদের আত্মার শান্তির জন্য দোয়া করব। আজ থেকে সবাই তাদের রুহের মাগফিরাত কামনা করব।’

ভিডিও বার্তার শেষে তিনি দেশবাসীর প্রতি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ যেন এই শিশুদের জান্নাতের বাসিন্দা করেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here