ঈদ উপলক্ষে রাজধানীর বাস কাউন্টারগুলোতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গতকাল গাবতলীর হানিফ বাস কাউন্টার থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রির সময় নির্ধারিত থাকলেও এই সময়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে টিকিটপ্রত্যাশীর ভিড় ছিল না।
মহাখালী বাস টার্মিনালে এনা পরিবহনের টিকিট কাউন্টারের সেলস এক্সিকিউটিভ ইমাম হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এখনো যাত্রীসাধারণ ঈদ যাত্রার অগ্রিম টিকিট কিনতে শুরু করেনি। ২৫ রমজানের পর থেকে টিকিটের জন্য চাপ বাড়বে বলে আশা করছি। এবার ঈদ যাত্রায় এনা পরিবহন টিকিটের মূল্য বাড়াবে না। আগের মূল্যেই বিক্রি হবে টিকিট। ’
এনা পরিবহনের চালক দুলাল মিয়া বলেন, ‘স্বাভাবিক সময়ের চেয়েও এখন যাত্রীর চাপ কম। আর রমজানের ঈদে মানুষজন বাড়ি যায় কম, কোরবানির ঈদে বেশি যায়। তখন যাত্রীর চাপও বেশি থাকে। ’
জিজ্ঞেস করলে দেশ ট্রাভেলসের মারুফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের কল্যাণপুর কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মহাখালীতে এখনো শুরু হয়নি। ’
ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের সেলসম্যান রায়হান মিয়া বলেন, ‘২০ এপ্রিল পর্যন্ত আমাদের টিকিটের শিডিউল আছে। টুকটাক স্বাভাবিক সময়ের মতোই এখন বিক্রি হচ্ছে। দু-এক দিন পরে অগ্রিম টিকিটের বিক্রি বাড়বে। ’
আর একতা পরিবহনের কাউন্টার মাস্টার নাছির উদ্দিন বলেন, ‘শনিবার থেকে আমরা ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করব। ’ রাজীব এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল খালেক জানান, তাঁরা কখনো অগ্রিম টিকিট বিক্রি করেন না। কারণ যানজটের কারণে শিডিউল সঠিক সময়ে দেওয়া যায় না। এ কারণে শুধু গাড়ি ছাড়ার আগেই তাঁরা টিকিট বিক্রি করেন।
গতকাল সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, তখনো কেউ ঈদ যাত্রার অগ্রিম টিকিট কিনতে আসেনি। তবে জুমার নামাজের পর অনেকে অগ্রিম টিকিট কিনতে আসে। ভিড় না থাকায় স্বচ্ছন্দেই টিকিট কিনেছে তারা।
ঢাকা-ফরিদপুর রুটের গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাউন্টার থেকে আগামী ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট কিনেছেন সাইফ আলী নামের এক ব্যক্তি। টিকিটের দাম বেশি নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘না, স্বাভাবিক সময়ের দামই নেওয়া হয়েছে। ’
শ্যামলী পরিবহনের মালিক ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ কালের কণ্ঠকে বলেন, ‘প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট বিক্রির চাপ কম। তা ছাড়া শুক্রবার। অনেকে ঘর থেকে বের হতে চায়নি। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ’