প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ –

হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি সুপার লীগের অংশ দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবক’টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে এই সিরিজ জয় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আইসিসি সুপার লিগে বাংলাদেশের শুরুটা চমৎকার ছিলো। গেল জানুয়ারিতে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। নিজ মাঠে এটি ছিল টাইগারদের ষষ্ঠ দ্বিপাক্ষিক সিরিজ জয়। তবে পরের সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

বিদেশের মাটিতে এ পর্যন্ত খুব কম সংখ্যক ম্যাচই জিতেছে টাইগাররা। তাই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে যতটা সম্ভব পয়েন্ট সংগ্রহ করার সুযোগ থাকছে বাংলাদেশের। জয় দিয়ে শুরু করতে পারলে সিরিজ জয়ের পথ মসৃন হবে টাইগারদের।

৬ ম্যাচে সমান ৩ জয় ও হারে ৩০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ইংল্যান্ড। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছিলো লঙ্কানরা।

সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় না থাকা সত্বেও, তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের মতো অভিজ্ঞদের দলে ভেড়ায়নি শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক কুশল পেরেরার অধীনে খেলতে সিরিজে লড়াই করবে লঙ্কানরা।

তবে পূর্ণ শক্তির দল নিয়েই সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুই সিরিজ পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন না সাকিব।

অনভিজ্ঞ একটি দল নিয়ে আসায়, ধারণা করা হচ্ছে, টাইগারদের সাথে কোন ম্যাচই তারা জিততে পারবে না। কারণ ওয়ানডে ক্রিকেটে নিজেদের কন্ডিশনে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে বাংলাদেশের।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টিতে হারের লজ্জা টাইগারদের। গেল চার মাসে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩-০ ব্যবধানে জিতেছে টাইগাররা।