প্রথম আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সৌদি আরব

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:০১, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:০৪

সৌদি আরব প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দেশটির পূর্বাঞ্চলে ১১-১৯ জানুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হচ্ছে।

খেলা পরিচালনা করছেন রাজ্যের প্রথম ফিফা-লাইসেন্সপ্রাপ্ত নারী রেফারি আনোদ আল-আসমারি।

প্রীতি ম্যাচে অংশগ্রহণ করছে স্বাগতিক সৌদি আরব, কমোরোস, পাকিস্তান ও মরিশাস।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মরিশাসের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে সৌদি আরব। একমাত্র গোলটি করেছেন মরিয়ম আল-তামিমি।

অপর ম্যাচে কোমোরোসকে ১-০ গোলে পরাজিত করেছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে রোববার মরিশাসের কাছে ২-১ গোলে হেরেছে। একইদিন স্বাগতিকরা কমোরোসকে ২-০ গোলে হারিয়েছে। ফলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সৌদি আরব।

সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) নারী ফুটবল বিভাগের সুপারভাইজার লামিয়া বাহাইন এক বিবৃতিতে বলেন, ‘এই টুর্নামেন্টের আয়োজন করে শুধুমাত্র নারী ফুটবল ও দেশটির ক্রীড়াজগতের উন্নয়ন না, ফুটবলের উন্নয়নে মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরব।’

তিনি আরো বলেন, ‘এই আয়োজনের ফলে দেশের এবং এশিয়ার লাখ লাখ তরুণী সুন্দর একটি খেলায় অংশ নিতে অনুপ্রেরণা পাবে।’

সূত্র : মিডল ইস্ট মনিটর