প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় খেলবে বার্সেলোনা

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৬ এপ্রিল ২০২২, ১৯:০৪

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে স্প্যানিশ ফুটবল দল বার্সেলোনা। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ‘এ’ লিগ অল স্টার দলের মোকাবেলা করবে বলে বার্সেলোনা নিশ্চিত করেছে।

আগামী ২৫ মে অস্ট্রেলিয়ার ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে তাদের ঘরোয়া ফুটবলের সেরা তারকাদের নিয়ে গঠিত দলের মোকাবেলা করবে জাভি হার্নান্দেজের দল।

এক বিবৃতিতে বার্সেলোনার বিপণন বিভাগের নির্বাহী জুলি গুইউ বলেন, ‘এটি আমাদেরকে নতুন ভক্তদের সান্নিধ্য পেতে সহায়তা করবে। এর দ্বারা তারা বার্সেলোনা সম্পর্কে জানতে পারবে।’

এই নিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় তৃতীয় কোনো দল চলতি বছর অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলো।

আগামী জুলাইয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ ক্রিস্ট্যাল প্যালেস ও মেলবোর্ন ভিক্টোরি মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। চার দলের একটি টুর্নামেন্ট খেলতে নভেম্বরে অস্ট্রেলিয়া সফর করবে সেল্টিক।

সূত্র : বাসস