বিচারপতি মুরলীধর মনে করিয়ে দেন, যে ভারত সবসময়ই পরিযায়ী ও অভিবাসীদের দেশ এবং সীমান্ত ইস্যু শুধুমাত্র রাজনৈতিক।
ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস মুরলীধর সদ্য এক সভায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি মন্তব্য করেছেন। শুক্রবারের ওই সভা থেকে তিনি সকলকে সতর্ক করে বলছেন, পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করা থেকে বিরত থাকার জন্য। তিনি বলেন, এইভাবে একটি গোষ্ঠীর পরিচয়ের ব্যাপক সাধারণীকরণ প্রায়ই অযৌক্তিক জাতীয় নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে। (AP)
এস মুরলীধর বলছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ‘বাংলাদেশি’ শব্দটি ব্যবহার অভিবাসী, উদ্বাস্তু এবং আশ্রয়প্রার্থীদের প্রতি অন্যায় আচরণের দিকে পরিচালিত করার সামিল। তিনি বলছেন,’ প্রতিটি পরিযায়ীর জন্য বাংলাদেশি শব্দটিব ব্যবহার রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে একটি বিপজ্জনক শব্দ।’ একইসঙ্গে তিনি বলছেন, ‘সর্বদা, অভিবাসী, উদ্বাস্তু এবং আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতার যুক্তি উপস্থাপন করা হয় এবং তা আরও বেশি তীব্রতার সাথে করা হয়।’
(AP)
বিচারপতি মুরলীধর মনে করিয়ে দেন, যে ভারত সবসময়ই পরিযায়ী ও অভিবাসীদের দেশ এবং সীমান্ত ইস্যি শুধুমাত্র রাজনৈতিক। তিনি বলছেন,’ভারত বরাবরই পরিযায়ী ও অভিবাসীদের দেশ। শুধুমাত্র রাজনৈতিক, আইনি সীমানাই তাঁদের বাংলাদেশি, রোহিঙ্গা বা অবৈধ অভিবাসী বলে অভিহিত করেছে।’ (AP)