রাজধানীর দক্ষিণখান থানার পাশে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নানের গুলিতে আব্দুর রশিদ নামে এক যুবক নিহত হবার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাস্থলের আশপাশে।
দক্ষিনখানে এই হত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হান্নানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে পিস্তল ও শর্টগান। স্থানীয়রা জানান, শর্টগান দিয়ে গুলি করে ওই যুবককে হত্যা করা হয়। পরে গুলিবিদ্ধ যুবকের রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে থাকে। এই ঘটনার পর বিক্ষুব্ধরা অভিযুক্ত হান্নানের বাড়ি ঘিরে রাখলে ভেতরেই আটকা পড়েন তিনি।
এই ঘটনায় বিক্ষুব্ধরা ঘটনাস্থলে থাকা আমিনুল ইসলাম হান্নানের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
আজ (বুধবার) সকালে বালু ব্যবসার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মোহাম্মদ শামীম জানান, সকাল সাড়ে ন’টায় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে। নিহত যুবকের নাম আব্দুর রশিদ এবং গুলিবর্ষণকারী অভিযুক্তের নাম জাপান হান্নান বলে জানিয়েছে পুলিশ।
আমিনুল ইসলাম হান্নান আওয়ামী লীগ নেতা পরিচয়ে বিভিন্ন সময়ে টেলিভিশনের টক শো’ এবং নানা রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি।
বিভি/এমএইচকে