পুলিশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা জনগণের পাশে থাকুন: খন্দকার মোশাররফ

 


নয়াপল্টনে কথা বলছেন খন্দকার মোশাররফ হোসেন।

পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আপনারা জনগণের শত্রু নন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এই স্বৈরাচারী সরকারের অনৈতিক হুকুম মানতে গিয়ে আজ র‍্যাব আন্তর্জাতিকভাবে ধিক্কার পেয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। তাই আমাদের আহ্বান, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দয়া করে জনগণের পাশে থাকুন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বাক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারকে হটানো ছাড়া কোনো বিকল্প নেই বিএনপির কাছে। সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াসহ বিএনপির অন্যান্য নেতাদের মুক্তি নিশ্চিত করাই এখন বিএনপির লক্ষ্য।

বিএনপি নেতা আরও বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার। সব ক্ষেত্রেই সরকার দুর্নীতি করেছে। মানুষ এখন দিশেহারা। এই সরকারের হাত থেকে এখন মুক্তি চায় জনগণ।

এসজেড/