পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে ’গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৩ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি আলাস্কায় তাদের আসন্ন বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, পুতিন সংঘাত অবসানে রাজি না হলে রাশিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়বে কি-না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, পড়বে। তাদের খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।’

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বৈঠককে তিনি ’খুবই ভালো ও আন্তরিক’ বলে অভিহিত করেন।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো পুতিনের সাথে সরাসরি বৈঠক করতে যাচ্ছেন। তিনি জানান, আলাস্কার সবচেয়ে জনবহুল শহর অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের ফলে পুতিন, জেলেনস্কি ও তার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে যেতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমাদের দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হবে। কারণ প্রথমটিতে আমি খুঁজে বের করব যে আমরা কোথায় আছি এবং আমরা কী করছি। প্রথম বৈঠক ভালো হলে আমরা খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক করব। আমি এটি খুব তাড়াতাড়ি করতে চাই, যদি প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কি রাজি থাকেন।’

তিনি আরো বলেন, শুক্রবারের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হতে পারে। তবে এই বৈঠক সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির লক্ষ্যেই করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘দ্বিতীয় কোনো বৈঠক না-ও হতে পারে। যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই। সে ক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি