পাকিস্তানে হামলা ট্রাম্প বললেন- লজ্জাজনক, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

logo

মানবজমিন ডেস্ক

(১ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৭:৩৪ পূর্বাহ্ন

mzamin

facebook sharing button

পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ভারত। হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা।  ভারতের এ  হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে, কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।’ খুব শিগগিরই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ভারতের এই সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান- দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here