নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এ প্রসঙ্গে এবার গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনায় হাবড়ার সভা থেকে সিএএ ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী বললেন- “এই আইনে কোনো স্পষ্টতা নেই। পুরোপুরি ভাঁওতা। ২০১৯ সালেও করেছিল আসামে সিএএ-এনআরসি। ১৯ লাখ মানুষের নাম বাদ গিয়েছিল। তার মধ্যে ১৩ লাখ হিন্দু বাঙালি। বহু মানুষ আত্মহত্যা করেছিল। এখন যাদের দরখাস্ত করতে বলা হয়েছে তারা যেই দরখাস্ত করবেন তারা নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তির কী হবে, চাকরি-বাকরির কী হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে।
রাজ্যে এই মুহূর্তে ১ কোটি ৮০ লাখ তফসিলি জাতির প্রায় ১৭.৪ শতাংশ মতুয়া। পশ্চিমবঙ্গের ১০টি আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত। এর মধ্যে ৪টি আসন বিজেপি জিতেছিল ২০১৯ সালে। রানাঘাট এবং বনগাঁ কেন্দ্রসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনে মতুয়াদের প্রভাব উল্লেখযোগ্য। মতুয়াদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সেবার সমর্থন আদায় করেছিল বিজেপি। তৃণমূল এবার সেই পালের হাওয়া কেড়ে নিতে চাইছে। সোমবারই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। বলেছিলেন, ‘চার বছর ধরে এই সিএএ আইন চালু হবে করে করেও করা হয়নি। ঠিক নির্বাচনের আগেই এই আইন চালু মানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আইনটা আমি আগে দেখবো তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেবো’। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভোটের আগে এটা বিজেপি’র রাজনৈতিক চাল।