এবি পার্টির এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, দেশের মানুষ আজ চরম সমস্যায় দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্নমধ্যবিত্ত শ্রেণি। এ জন্য পবিত্র রমজান মাসে প্রতিদিন সমস্যাগ্রস্ত দেড় হাজার মানুষকে নিরাপদ পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান। আজ বেলা তিনটায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো রমজান মাসে সমস্যাগ্রস্ত ৫০ হাজার মানুষকে এ খাদ্য দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, রাজনৈতিক দলের কাজ সরকার এবং রাষ্ট্রকে তার দায়িত্ব ও ব্যর্থতা সম্পর্কে সতর্ক করা পাশাপাশি মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা। সব নাগরিকের দুর্দশা লাঘবে রাজনৈতিক দল নিজে কোনো পদক্ষেপ নিতে পারে না, এটা সরকারের দায়িত্ব। কিন্তু ডামি সরকারের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামর্থ্যানুযায়ী বিপন্ন জনগণের পাশে এসে দাঁড়াতে হয়। এবি পার্টি এ কারণেই রমজানে প্রতিদিন সমস্যাগ্রস্ত ১ হাজার ৫০০ মানুষের জন্য নিরাপদ পুষ্টিকর খাবারের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
prothom alo