নেদারল্যান্ডসে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিভিন্ন শহরে বিক্ষোভ চলার সময় সহিংসতার দায়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শুক্রবার রটারডাম শহরে পুলিশের গুলিতে আহত বিক্ষোভকারীর সংখ্যা নিয়ে সংশোধনী দিয়েছেন কৌঁসুলিরা। তাঁরা জানিয়েছেন, প্রথমে তিনজন বলা হলেও সেদিন আসলে চারজন আহত হয়েছেন। খবর এএফপির।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেদারল্যান্ডসে নতুন করে আংশিক লকডাউন ঘোষণার প্রতিবাদে গত শুক্রবার বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এদিন রটারডাম শহরে বিক্ষোভে সহিংসতা হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।
বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা। তবে তাতে দমে না গিয়ে পরদিন শনিবারও রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এদিনও বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
এক বিবৃতিতে পুলিশ দাবি করেছে, শনিবার রাতে দ্য হেগ শহরে বিক্ষোভকারীরা একটি ব্যস্ত সড়কের ওপর থাকা কিছু বাইসাইকেল ও বিদ্যুৎ–চালিত স্কুটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। বিভিন্ন ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে পটকা ও পাথর নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে দ্য হেগ থেকে ১৯ বিক্ষোভকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লিমবার্গ প্রদেশের স্টাইন ও রোয়েরমন্ড শহরে আলাদা সহিংসতার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এ দুই শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পটকা ছুড়েছেন বিক্ষোভকারীরা। ইয়োর্কে শহর থেকেও ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেদারল্যান্ডসে তিন সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, রাত আটটার মধ্যে সব বার ও রেস্তোরাঁ অবশ্যই বন্ধ করতে হবে। বিভিন্ন খেলাধুলার আয়োজনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আর এসব বিধিনিষেধের বিরোধিতা করে বিক্ষোভ করছেন নেদারল্যান্ডসের মানুষ।
শনিবার রাতে দাঙ্গা দমনকারী পুলিশের সদস্যরা ঘোড়ার পিঠে চড়ে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা তখন হেগ শহরের রাস্তায় কিছু বাইসাইকেলে আগুন ধরিয়ে দেন। পুলিশকে পটকাও ছুড়ে মেরেছেন তাঁরা। শহরটিতে জরুরি আদেশ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় কমপক্ষে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীদের কেউ একজন একটি অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে পাথর ছুড়ে মেরেছেন। ওই অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা টুইটারে জানিয়েছেন, শনিবারের সহিংসতায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের একজন হাঁটুতে আঘাত পেয়েছেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
সম্প্রতি ইউরোপে নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বাড়ার হার ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশে আরোপ করা হচ্ছে নতুন বিধিনিষেধ। আর এসব বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন মানুষ। করোনার নতুন প্রকোপ মোকাবিলায় ১৩ নভেম্বর থেকে নেদারল্যান্ডসে তিন সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, রাত আটটার মধ্যে সব বার ও রেস্তোরাঁ অবশ্যই বন্ধ করতে হবে। বিভিন্ন খেলাধুলার আয়োজনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে করোনার প্রকোপ মোকাবিলায় কারফিউ জারির পরও দেশটিতে তুমুল বিক্ষোভ-সহিংসতা হয়েছিল।