
এশিয়া কাপের আগে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সফরটি স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ফাঁকা সময়ে এশিয়া কাপের আগে একটি সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। দিন কয়েক আগে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, নেপাল কিংবা নেদারল্যান্ডসকে এনে হোম সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বিসিবির ওই সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন এসেছে। বিসিবি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডকে এনে সিরিজ খেলানোর চেষ্টা চলছে।
গত ২৬ জুলাই স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের মাটিতেই এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। আগামী ১২ আগস্ট শেষ হবে এই সিরিজ। এরপরই জাতীয় দল থেকে লম্বা ছুটিতে যাবেন কিউই ক্রিকেটাররা। আগামী অক্টোবরের আগে জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামার সুযোগ নেই তাদের। এই সময়টায় বাংলাদেশেরও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যস্ততা নেই। এ সময়ে নিউজিল্যান্ডকে সিরিজ আয়োজনের প্রস্তাব দেবে বিসিবি।
আগামীবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য কিউইদের জন্য এটা হবে সেরা সুযোগ। কারণ, বিশ্বকাপের আগে আগামী বছরের জানুয়ারিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়া উপমহাদেশের মাটিতে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না নিউজিল্যান্ড। ফলে এটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের জন্য সেরা সুযোগ। এর আগে সবশেষ ২০২১ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। সেবার সিরিজ হারে ৩-২ ব্যবধানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য এই সিরিজের আগেই অবশ্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ফিটনেস ও নিজেদের স্কিলে উন্নতির জন্য কাজ করবেন তারা। আগামী ৭ আগস্ট থেকে মিরপুরে এই ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। মিরপুরে ক্যাম্প শুরু হলেও স্কিল নিয়ে ঢাকার বাইরের কোনো ভেন্যুতে কাজ করতে চায় টিম ম্যানেজমেন্ট। এর জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে আছে সিলেটের নাম। অনুশীলন ক্যাম্পের ভেন্যু হিসেবে চট্টগ্রামের নাম শোনা গেলেও বিভিন্ন সুযোগ-সুবিধাজনিত জটিলতার কারণে শেষ পর্যন্ত সিলেটে হতে পারে এই ক্যাম্প। সম্ভাব্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুও হতে পারে সিলেট।