|
ঢাকা: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নিউইয়র্কের সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য ও কমিউনিটি একটিভিস্ট আজাদ বাকির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আজাদ বাকির বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জে চাকুরী করতেন, কিন্তু কেবলমাত্র বিএনপি সংশ্লিষ্টতার কারণে চাকুরীচ্যুত হন।’
তিনি বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একজন সত্যিকারের নেতাকে হারালো। তার পরিবারবর্গ ও স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে সমব্যাথী। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
আজাদ বাকির সোমবার (৬ এপ্রিল) ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমএইচ/এমকেআর