নাসুম ঘূর্ণিতে বিপর্যস্ত আফগান শিবির

জিততে হলে করতে হবে ১৫৬ রান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে আফগানিস্তান। নাসুম আহমেদের ঘূর্ণি বোলিংয়ে সফরকারী দলের চার টপঅর্ডারকে ফিরিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ।

bd team 5উল্লসিত বাংলাদেশ দল

আফগানিস্তানের পতন হওয়া চার উইকেটের প্রতিটাই নিয়েছেন নাসুম। তার প্রথম শিকার রহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের চতুর্থ বলেই ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দেন এই ওপেনার। কোনো রান করতে পারেননি শেষ ওয়ানডেতে শতক হাঁকানো ব্যাটসম্যান।

নিজের দ্বিতীয় এবং ইনিংসে তৃতীয় ওভারের প্রথম বলে হজরতউল্লাহ জাজাইকে ফেরান নাসুম। এই বাঁহাতি স্পিনারের বলে মোহাম্মদ নাঈম শেখের হাতে ধরা পড়েন জাজাই। দুই উইকেট হারানো আফগানিস্তানের হয়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছেন দারউইশ রাসুলি। ব্যক্তিগত ২ রানের নাসুমের বলে বোল্ড হন তিনি।

সেখানেই থামেনি নাসুম। নিজের করা তৃতীয় ওভারে সিলেটের এই ক্রিকেটারের শিকার করিম জানাত। ৮ বলের মোকাবেলায় ১ চারের সাহায্যে ব্যক্তিগত ৬ রানে শেখ মাহেদি হাসানের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০ রানেই ৪ উইকেট হারায় আফগানিস্তান।