নাজমুল বললেন, ‘আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অর্জন কী? দলীয় সাফল্য বলতে তেমন কিছু নেই। কখনো খেলতে পারেনি বিশ্বকাপে নকআউট রাউন্ডেও। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব কটি আসরেই খেলেছে বাংলাদেশ।

অর্থাৎ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় কমতি নেই। তাহলে কমতি কিসে? কী কারণে বিশ্বকাপের পর বিশ্বকাপে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের কাছে এর একটা কারণ উইকেট।

সংবাদ সংস্থা এএফপিকে নাজমুল বলেছেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।’ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা নিয়ে নাজমুল উইকেটকেই দায়ী করেছিলেন।

মূল ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটই  ১৩০–এর বেশি
মূল ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটই ১৩০–এর বেশিশামসুল হক

ধীরগতির উইকেটে খেলার ছাপ আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটেও। দলের মূল ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটই  ১৩০–এর বেশি—১৩১.৫৯। নাজমুল বলছেন দ্রুতই সব পরিবর্তন সম্ভব নয়, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে। পরের পর্বে এখান থেকে যাবে দুটি দল। অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টপকেই পরের পর্বে যেতে হবে বাংলাদেশকে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে—৮ জুন। এই দুই দলের মধ্যে কথার লড়াই চলছে অনেক দিন ধরে। যা আরও বেড়েছে গত মার্চে বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজে। টি-টোয়েন্টি সিরিজ জেতার পর শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদ্‌যাপন নিয়ে নাজমুল তখন বলেছিলেন, ‘ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে ভাবছি না।’

নাজমুল এরপর যোগ করেন, ‘এটা আমরা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, আমরা এমন কিছু করিনি, যার ফলে আমরা ওই ঘটনা নিয়ে ভাবব। তাদের সম্পর্কে কিছু বলতে পারব না। তবে আমরা দল হিসেবে নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছি।’

টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড আউট উদ্‌যাপন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল
টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইমড আউট উদ্‌যাপন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলপ্রথম আলো

টাইমড আউটের ঘটনাটা গত বছরের ওয়ানডে বিশ্বকাপের। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুস ক্রিজে এসে আম্পায়ারকে কিছু না বলেই হেলমেট পরিবর্তন করতে চলে যান। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তাঁর বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন। আম্পায়ারও সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাথুসকে আউট ঘোষণা করেন।

prothom alo